বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশে এখন গণতন্ত্র নির্বাসিত। গণতান্ত্রিক প্রথা ও প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে।
তিনি বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো মহান মে দিবসের এক বিবৃতিতে একথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশে এখন গণতন্ত্র নির্বাসিত। গণতান্ত্রিক প্রথা ও প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে।
তিনি বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো মহান মে দিবসের এক বিবৃতিতে একথা বলেন। খালেদা জিয়া বলেন, ‘এদেশে কোনো শ্রেণী-পেশার মানুষের অধিকার আজ আর নিশ্চিত নয়। এই অবস্থার অবসানে সাম্য ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা জরুরি।’তিনি সেই সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে অংশ নেওয়ার জন্য মহান মে দিবসে দেশের শ্রমজীবী ভাই-বোনদের প্রতি আহবান জানান।