সিটি নির্বাচনে ভোট দিতে পারবেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি রাজধানী ঢাকার ক্যান্টনমেন্টের ভোটার। ক্যান্টনমেন্ট ভোটে নেই। এজন্য তিনি এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।
রবিবার রাজধানীর গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া এক সাংবাদিক প্রশ্ন করেন ‘আপনি আগে ছিলেন ক্যান্টনমেন্টে। এখন গুলশানে থাকেন। আপনি এবার ভোট দেবেন কোথায়?’ এমন প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, ‘আমি ক্যান্টনমেন্টের ভোটার। ক্যান্টনমেন্ট সিটি করপোরেশনের ভোটে নেই।’ এ কারণে তিনি ভোট দিতে পারছেন না।