কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘বঙ্গবন্ধু সারা জীবন গণতন্ত্রের জন্যে সংগ্রাম করেছেন। আর তার কন্যা হয়ে শেখ হাসিনা ভোট ডাকাতি করেন। ভোট ছাড়াই যে ১৫৪ জন এমপি হয়েছে নিরপেক্ষ নির্বাচন হলে ১৫৪ জনের সবাই জামানত হারাবে।’
শান্তির দাবি নিয়ে তিনি আজ (শনিবার) সন্ধ্যায় ময়মনসিংহ সদরের দাপুনিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় একথা বলেন।
বঙ্গবীর বলেন, ‘যে শ্রমিকরা যত্ন করে বড় বড় দালান-কোঠা বানায়, থাকার ঘর বানায়, বাথরুম বানায়, নির্মানকাজ শেষ হলে তারাই সে বাড়ির ভিতরে প্রবেশ করতে পারে না। বড়জোর ড্রয়িং রুম পর্যন্ত যেতে পারে, সেখানে বসতেও পারে না। তেমনি মুক্তিযোদ্ধারা দেশ বানিয়ে আজ নির্মাণ শ্রমিকদের মতো হয়ে গেছেন, দেশ পরিচালনায় তাদের কোন ভূমিকা নেই। মুক্তিযোদ্ধাদের দু’ভাগে বিভক্ত করে ফেলা হয়েছে। হয় আওয়ামী মুক্তিযোদ্ধা, নয় বিএনপি মুক্তিযোদ্ধা। বাঙালি মুক্তিযোদ্ধা এখন আর নেই।’
তিনি বলেন, ‘নারী নেতৃত্বের সময় যারা নারীদের সম্মান রক্ষা করতে পারেন না, নিরাপত্তা দিতে পারেন না। বিরোধী দলের নেত্রীর নিরাপত্তা দিতে পারেন না, সে সাধারণ মানুষের নিরাপত্তা দেবে কী করে?’
ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক রিফাতুল ইসলাম দীপ, শাহীনুর আলম, যুবনেতা কবির প্রমুখ।
London Bangla A Force for the community…
