ঢাকা মহানগর জামায়াতের আমির ও নির্বাহী পরিষদের সদস্য রফিকুল ইসলাম খানের ছেলে রিফাত আব্দুল্লাহ খানের বিরুদ্ধে চলা রিমান্ড স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত ১২ এপ্রিল রিমান্ড বাতিলের এ আবেদনটি করেছিলেন রিফাতের আইনজীবীরা।
আদালতে রিফাতের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মুহাম্মদ আলী এবং আইনজীবী ইউসুফ আলী।
আদালত তার আদেশে বলেন, রিফাতের বিরুদ্ধে চলা পাঁচদিনের রিমান্ড আদেশ স্থগিত করা হোক। তাকে যদি জিজ্ঞাসাবাদ করতে হয় সে ক্ষেত্রে শিশু আইনের ৪৭ ধারা অর্থাৎ তার বাবা-মা অথবা আত্মীয়-স্বজন এবং আইনজীবীর সামনে জিজ্ঞাসাবাদ করা যাবে।
প্রসঙ্গত, তথ্যপ্রযুক্তি আইনে করা একটি মামলায় পাঁচদিনের রিমান্ডে রিফাতকে বর্তমানে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।