বাগেরহাটে শহরে বৈশাখী মেলার মাঠে বোনের সম্ভ্রম বাঁচাতে গিয়ে বখাটেদের ছুরিকাঘাতে ভাইয়ের মৃত্যু হয়েছে।
শহরের শালতলা এলাকায় জেলা পরিষদ অডিটরিয়াম চত্বর মাঠে আয়োজিত বৈখাশী মেলার মাঠে শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল (১৭) শহরের গোবরদিয়া এলাকায় আব্দুল আজিজ হাওলাদারের ছেলে। সে শালতলা এলাকার একটি দোকানের কর্মচারী ছিল।
বাগেরহাট মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মাহবুবুর রাহমান জানান, শুক্রবার রাতে বৈশাখী মেলায় সোহেলের বোনকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র সোহেলের সঙ্গে উঠতি বয়সী কয়েক বখাটের বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে বখাটেরা সোহেলের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এপর তাকে উদ্ধার করে দ্রুত বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোহেল মারা যায়।
তিনি জানান, পুলিশ সন্দেহভাজন ওই বখাটে খুনিদের আটকের চেষ্টা চালাচ্ছে।
এদিকে বৈশাখী মেলার মাঠে পুলিশের ‘কঠোর নিরাপত্তার’ মধ্যেই হত্যাকাণ্ডের এ ঘটনায় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, শহরের বেশ কিছু কিশোর বখাটে প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত মেলা প্রাঙ্গনে মোটরসাইকেল নিয়ে এসে মেয়েদের উত্ত্যক্ত করে আসছে। প্রশাসন নির্বিকার থাকায় মেলায় বখাটেদের এই অবাধ বিচরণ এবং এরই ধারাবাহিকতায় এক কিশোরকে ছুরি মেরে হত্যার ঘটনা ঘটল বলে মনে করছেন তারা।
প্রসঙ্গত, বাংলা নর্ববষ উপলক্ষে গত ১৪ এপ্রিল থেকে বাগেরহাট শহরের শালতলায় জেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে সাত দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।
London Bangla A Force for the community…
