পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ শেষ তিনটি ম্যাচ খেলেছিল মিরপুর স্টেডিয়ামে। শেষ দিন ওয়ানডেতে তিনটিতেই জয়ের সম্ভাবনা জাগিয়েও জয় পায়নি বাংলাদেশ। প্রথমটিতে ২১, পরেরটিতে ২ ও শেষ ওয়ানডেতে পাকিস্তান জয় পায় মাত্র ৩ উইকেটে। পাকিস্তানের ঘাঁড়ে জয়ের নিশ্বাস ফেলেও জয়বঞ্চিত বাংলাদেশ।
এবার সেই ভাগ্য পাল্টাবে বাংলাদেশ। জয় পাবে পাকিস্তানের বিপক্ষেও। এরকম প্রত্যাশায় বাংলাদেশ শুক্রবার দুপুর আড়াইটায় মুখোমুখি হচ্ছে পাকিস্তানের।এরই মধ্যে টস সম্পন্ন হয়েছে। টসে জিতে ব্যাটিং করবে বাংলাদেশ ।
মাশরাফির পরিবর্তে এ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচে স্লো-ওভার রেটের কারণে এক ম্যাচের নিষেধাঙ্ঘায় রয়েছেন মাশরাফি।