পল্টন ও মতিঝিল থানায় গাড়ি পোড়ানোর অভিযোগ এনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা চার মামলার মধ্যে পল্টন থানার একটি মামলায় ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
অপর তিন মামলায় কেন তাকে জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী ২ সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন।
বিএনপিপন্থি আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন বিষয়টি জানিয়েছেন।
সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ও সুপ্রিমকোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাবেক সভাপতি এজে মোহাম্মাদ আলী।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে আছেন। তবে তিনি আজ হাইকোর্ট থেকে জামিন নিলে কারাগার থেকে বের হতে পারবেন কি না তা এখনো বলা যাচ্ছে না।