সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে চলমান আন্দোলন আরো জোরদার হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
বৃহস্পতিবার সকালে গুলশানে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ব্যারিস্টার মওদুদ আহমদ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সমন্বয়কারী।
মওদুদ আহমদ বলেন, ‘এই নির্বাচনে নীরব বিপ্লব ঘটবে। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।’
বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথকে তরুণ প্রজন্মের রাজনীতিবিদ আখ্যা দিয়ে মওদুদ আহমদ আরো বলেন, ‘তাবিথ যে প্রতিশ্রুতি দেবেন তা বাস্তবায়নের চেষ্টা করবেন।’
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা আদর্শ আন্দোলনের আহ্বায়ক রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ, সদস্য সচিব সাংবাদিক নেতা শওকত মাহমুদ, বিএনপির সহ-সভাপতি বেগম সেলিমা রহমান, এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী।
অন্যদের মধ্যে সাংবাদিক মাহফুজ উল্লাহ, কবি আবদুল হাই শিকদার, সাংবাদিক নেতা ইলিয়াস খান, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, তাবিথের মা নাসরিন আউয়াল, ছোট ভাই তাফসির আউয়াল, তাবিথের স্ত্রী সাহসান তাবিথও উপস্থিত ছিলেন।