সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে বর্ষবরণ অনুষ্ঠানে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার জের ধরে বুধবার রাত সাড়ে ১১টায় ফের সংষর্ষের ঘটনা ঘটেছে।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু ও ছাত্রলীগের জাহাঙ্গীর গ্রুপের নেতাকর্মীদের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে গোলাগুলি হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
জানা যায়, মঙ্গলবার এমসি কলেজে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের পরিচয় করিয়ে দেয়া হয়। পরিচয় পর্ব থেকে বাদ যান জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু। এতে নিপু ও তার অনুসারীরা ক্ষুব্ধ হন।
এর জের ধরে বিকেল সাড়ে ৪টার দিকে নিপু গ্রুপের আকাশ ও ডায়মন্ডের নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতাকর্মী দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে অনুষ্ঠানস্থলে হামলা চালায়। বুধবার রাতেও নিপু ও জাহাঙ্গীর গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন শাহপরান থানার ওসি শাখাওয়াত হোসেন।
তিনি বলেন, ‘বর্তমানে শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।’
London Bangla A Force for the community…

eta valo na komota hol oh estayi. eta sabavik eta nia maramary kora tig hovana