সবার জন্য বাসযোগ্য, নিরাপদ, পরিচ্ছন্ন ও আদর্শ ঢাকা গড়ে তোলার লক্ষ্যে ১৭ দফা দাবি পেশ করেছে বিএনপিপন্থি আদর্শ ঢাকা আন্দোলন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির পক্ষে সদস্য সচিব ও সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ দাবিগুলো পেশ করেন।
এ সময় সংগঠনের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, সিনিয়র সাংবাদিক মাহফুজউল্লাহ ও সাবেক সচিব আ ন হ আক্তার হোসেন উপস্থিত ছিলেন।
আদর্শ ঢাকা আন্দোলনের দাবিগুলো হলো- মহানগর ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা, মহানগরীর সড়ক যানবাহন ও পরিবহন ব্যবস্থা, শিক্ষা স্বাস্থ্য সেবা ও রোগ প্রতিরোধ, মহানগরীর বিপণন ব্যবস্থা, মহানগরীর পরিবেশ সুরক্ষা, আবাসন, আইন-শৃঙ্খলা, মানবাধিকার, নারীর অধিকার রক্ষা, সামাজিক নিরাপত্তা, মাদক দমন ও মাদকসেবীদের নিরাময় ও পুনর্বাসন, খেলাধুলা ও বিনোদন, দুর্যোগ ব্যবস্থাপনা, তথ্য প্রযুক্ত ও শিল্প বিকাশ।
শওকত মাহমুদ জানান, ঢাকার দুই সিটির প্রার্থীরা আলাদা আলাদা ইশতেহার ঘোষণা করবেন।