সিলেটে জেলা প্রশাসনের একটি গাড়ি থেকে ৩৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব-৯। এ ঘটনায় গাড়িচালককে আটক করা হলেও অভিযানের সময় গাড়িতে অন্য কোনো যাত্রী ছিলো না।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জে গাড়ি তল্লাশি করে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
আটক রুমন মিয়া হবিগঞ্জ জেলার শাহজীবাজারের ইব্রাহিম মিয়ার ছেলে।
র্যাব-৯ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর হুমায়ুন কবির জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে দীর্ঘদিন ধরে ফেনসিডিল আনা নেয়ায় একটি সরকারি গাড়ি ব্যবহৃত হচ্ছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রুমন মিয়া সার্কিট হাউজ থেকে উপশহরে যাওয়ার পথে শিবগঞ্জ এলাকায় গাড়ি তল্লাশি করা হয়। পরে গাড়ি থেকে ৩৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।’
দুই বছর ধরে একই গাড়িতে ফেনসিডিল আনা নেয়ার কাজ করছিল বলে জানান হুমায়ুন কবির।
London Bangla A Force for the community…
