মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হয়েছে।
শনিবার রাত ১০টা ১ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এর আগে, দুপুরে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী আদেশের কপি পড়ে শোনান ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী।
এ সময় কামারুজ্জামানকে সিনিয়র জেল সুপার বলেন, ‘আপনার প্রাণভিক্ষা চাওয়ার সময় শেষ হয়ে গেছে। কপি পড়ে শোনানোর আগে পর্যন্ত সময় ছিল। এখন আর নেই। আপনার পরিবারের সদস্যরা আসছেন। তাদের কাছে শেষ বিদায় নিন।’
শনিবার দুপুর ২টা ৫০ মিনিটে ফাঁসি কার্যকরের আদেশের কপি নিয়ে কারাগারে পৌঁছান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে দুপুর ১২টা ৫০ মিনিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা এই আদেশ নিয়ে রওনা হন। তবে ওই রায়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর স্বাক্ষর না থাকায় সরাসরি কারাগারে যেতে পারেননি কর্মকর্তারা।
London Bangla A Force for the community…
