রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানতে যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করেছেন দুই ম্যাজিস্ট্রেট।
শুক্রবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এসে তারা দেখা করেন। তবে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তারা।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামারুজ্জামান প্রাণভিক্ষার বিষয়ে কী সিদ্ধান্ত জানিয়েছেন সে বিষয়ে কারা কর্তৃপক্ষও মুখ খোলেনি।
এক ঘণ্টার বেশি কারাগারে অবস্থানের পর বেলা ১১টা ৩৭ মিনিটে ম্যাজিস্ট্রেটরা চলে যাওয়ার কিছুক্ষণ পর কারা ফটকের সামনে আসেন কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক (সিনিয়র জেল সুপার) ফরমান আলী।
কামারুজ্জামান ম্যাজিস্ট্রেটদের কাছে কী সিদ্ধান্ত জানিয়েছেন জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।
‘নো কমেন্ট’ বলে উত্তর এড়িয়ে যান তিনি।
ম্যাজিস্ট্রেটরা কেন এসেছিলেন-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “তারা সরকারি কাজে এসেছিলেন।”