ব্রেকিং নিউজ
Home / খেলাধুলা / আইসিসি থেকে বহিষ্কৃত হচ্ছেন মোস্তফা কামাল!

আইসিসি থেকে বহিষ্কৃত হচ্ছেন মোস্তফা কামাল!

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রায়োগিক ও আর্থিক কার্যাবলী নিয়ন্ত্রন করে তিনটি দেশের ক্রিকেট বোর্ড। ‘বিগ থ্রি’ নামে পরিচিত বোর্ড তিনটি হল – বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই), ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আর সংস্থাটির সভাপতি আ হ ম মোস্তফা কামাল বাজে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলে মূলত আঙ্গুল তুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের দৌরাত্বর দিকেই!

ফলে, দুইয়ে দুইয়ে চার মেলালে একটা ব্যাপার স্পষ্ট যে, অচিরেই আইসিসিতে নিজের আলঙ্কারিক পদ হারাতে যাচ্ছেন এই ক্রিকেট প্রশাসক। আর এই সিদ্ধান্ত খুব দ্রুতই হতে যাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ডিএনএ (ডেইলি নিউজ অ্যানালাইসিস)।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আইসিসির কর্মকর্তা মোস্তফা কামালকে ‘তৃতীয় শ্রেণীর রাজনীতিবিদ’ হিসেবে মন্তব্য করে বলেন, ‘এটা ওনার মফস্বলের কোন সংগঠন নয়। উনি যখন আইসিসির মত বৈশ্বিক একটা সংগঠনের কোন পদে থাকেন, তখন কথা বলার আগে একটু ভেবে নেয়া উচিত। খুব শ্রীঘ্রই তার পশ্চাৎদেশে লাথি মারা হবে। ব্যাপারটা মিটমাট করে ফেলার কোন রকম সুযোগই তাকে দেয়া হবে না।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতির দায়িত্বজ্ঞানের অভাব আছে বলেও মনে করছেন ওই কর্মকর্তা। তিনি বলেন, ‘তার কমনসেন্সের যথেষ্ট অভাব রয়েছে। তার মত একজন মানুষের সাথে কাজ করার সহজ উপায় হচ্ছে তাকে এড়িয়ে চলা। মশা মাড়তে তো আর কামান দাগানো যা না।’
তাহলে আইসিসি থেকে মোস্তফা কামালকে সরিয়ে নেয়ার প্রক্রিয়াটা কেমন হবে? সেটাও বাতলে দিলেন ওই কর্মকর্তা, ‘সে আমাদের কাছে খুবই তুচ্ছ একজন। তাকে আইসিসি থেকে বের করে দেয়ার জন্য স্রেফ একটা প্রস্তাব পাশ করতে হবে আমাদের। ওর কত বড় সাহস, ও আম্পায়ারদের সততা নিয়ে প্রশ্ন তোলে!’
আর, মুস্তাফা কামালকে বহিস্কারের পিছনে যে ভারতীয় ক্রিকেট বোর্ডের বড় একটা হাত থাকবে সেটা সহজেই বলে দেয়া যায়। কারণ, তিনি মূলত শুক্রবার মেলবোর্নের কোয়ার্টার ফাইনালে ভারত ও বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আম্পায়ারিং নিয়ে আপত্তি প্রকাশ করেছেন। বাংলাদেশ ম্যাচটিতে ১০৯ রানে হারলেও তিনটি আউটের সিদ্ধান্ত নিয়ে আপত্তি ছিল ম্যাচের দিন থেকেই।
আর মোস্তফা কামালের বিপক্ষে ‘ব্যবস্থা নেয়া’র প্রক্রিয়াটা যে আইসিসিরি আগামী সভাতেই শুরু হতে যাচ্ছে সেটাও জানা গেল। বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক অনুরাগ ঠাকুর তো বলেই দিয়েছেন, ‘কোয়ার্টার ফাইনালে কি হয়েছে সেসব নিয়ে এখন আমরা ভাবছি না। চোখ রাখছি সেমিফাইনালের দিকে। তবে, মোস্তফা কামাল যা বলেছেন, তার ব্যাপারে আগামী সভায় অবশ্যই আলোচনা হবে।’

4 comments

  1. ai potom six mara out holo bangladash tim…..

  2. ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তো সেই জন্য সমস্ত ক্ষমতা তো ওদের হাতে। ওরা যা ইচ্ছা তাই করতে পারে। যদি ওরা সভাপতির পদ থেকে মোস্তফা কামাল কে সরিয়ে দেয় তাহলে আমাদের উচিত হবে আইসিসি থেকে পদত্যাগ করা এবং আইসিসির সাথে কোন ধরনের সম্পর্ক না রাখা। দরকার হলে ক্রিকেট খেলা বাদ দিতে হবে। যাতে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল (আইসিসির) সাথে কোন সম্পর্ক না থাকে।

  3. যদি এমন কিছু হয়,তবে “পদের চিন্তা না করে দেশের পক্ষ হয়ে সত্য” বলার জন্য তাকে ( আ হ ম মোস্তফা কামাল স্যার) জাতীয় বীরের মত সংবর্ধনা দেওয়া উচিত। এমন কাজ আজকাল খুব একটা দেখা যায় না। সবাই আগে পদ-পদবির চিন্তা করে। সত্য বলার সৎ সাহস তাঁর আছে।

  4. icc is bustered. only bustered.