ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / মান্নার রিমান্ড ও জামিন আবেদন না মঞ্জুর

মান্নার রিমান্ড ও জামিন আবেদন না মঞ্জুর

মান্নার রিমান্ড ও জামিন আবেদন না মঞ্জুর করেছে অাদালত।

বৃহস্পতিবার মহানগর হাকিম মো. মিজানুর রহমানের আদালতে এ শুনানি হয়। নথি পর্যালোচনা শেষে এ বিষয়ে আদেশ দেয়া হবে আদালত জানিয়েছেন।
এর আগে গতকাল বুধবার এ সংক্রান্ত আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেছেন আদালত।
বুধবার দুপুরে মামলাটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার ওসি (তদন্ত) ফিরোজ কবির আদালতকে লিখিতভাবে অবহিত করেন যে, রিমান্ডে থাকাকালে মান্নার বুকে ব্যথার কারণে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সুস্থ হলে পুনরায় আদালতকে জানানো হবে।
এর আগে গত ৭ মার্চ রাষ্ট্রদ্রোহ মামলায় মান্নার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, গত ৫ মার্চ সন্ধ্যায় গুলশান থানার অপারেশন অফিসার উপ-পরিদর্শক (এসআই) এসআই শেখ সোহেল রানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এর আগে মান্না-খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমতি চায় পুলিশ। ৪ মার্চ অনুমোদনের পরদিন মামলাটি দায়ের করা হয়।
মান্না-খোকা ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে মাহমুদুর রহমান মান্নাকে আটক করা হয় বলে দাবি করেন তার পরিবারের সদস্যরা। তবে ওই সময় পুলিশ বিষয়টি অস্বীকার করে।
সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় ২৪ ফেব্রুয়ারি রাতে ধানমন্ডি থেকে মান্নাকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
পরে ২৫ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে পুলিশ মান্নাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে।