এবার পাটগ্রামে সহিংসতা হলে বাড়িতে কেউ ঘুমাতে পারবেন না। যদি সন্ত্রাস প্রতিরোধে আপনারা নিজেরা হাতগুটিয়ে বসে থাকেন, সচেতন না হন। তাহলে অবস্থা এমন হবে যে, কখন, কাকে, কোথায় গ্রেফতার করা হবে তখন দিশা পাবেন না। এমন হবে, ১৩ বছর থেকে ৩৫ বছরের কেউ বাড়িতে ঘুমাতে পারবেন না। শনিবার বিকেলে সাড়ে পাঁচটায় লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান পাটগ্রামে আয়োজিত সহিংসতা প্রতিরোধমূলক সভায় এ মন্তব্য করেন। তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলকে একতাবদ্ধ হয়ে এই সহিংসতা প্রতিরোধ করতে হবে। শান্তি ফিরিয়ে আনতে হবে। কোনো সন্ত্রাসীর কাছে মাথা নত করা যাবে না। জনগণ সচেতন হলে সমাজের ওই ১ শতাংশ সন্ত্রাসীকে প্রতিরোধ করা কোনও ব্যাপার নয়। জেলা প্রশাসনের উদ্যোগে পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের নর্থবেঙ্গল টেকনিক্যাল কলেজ মাঠে আয়োজিত সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমনিরহাট পুলিশ সুপার টিএম মোজাহেদুল ইসলাম, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পাটগ্রাম থানার ওসি রেজাউল করিম রেজা প্রমুখ। সভায় প্রশাসনের কর্মকর্তারাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
London Bangla A Force for the community…
