প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজ (বুধবার) খালেদা জিয়া আদালতে যাননি। তিনি নাকি নিরাপত্তার কারণে আদালতে যাননি। তার নাকি পর্যাপ্ত নিরাপত্তা নেই।
প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, ‘যিনি মানুষ হত্যা করবেন তাকে আমি নিরাপত্তা দেবো?’ তিনি বলেন, ‘সব কিছু আইন অনুযায়ী চলবে। আমরা আইনের শাসনে বিশ্বাস করি। আইন যথাযথভাবে পালন করা হবে।’
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ সুখে থাকলে ওনার (খালেদা জিয়া) অসুখ হয়। অর্থনীতি চাঙ্গা থাকলে ওনার ভাল লাগে না। ‘উনি হচ্ছেন জঙ্গী নেত্রী। উনি দেশের আইন মানেন না। আদালত মানেন না। উনি কার্যালয়ে বসে জঙ্গি কার্যক্রম চালাচ্ছেন। আমার মনে হয় কারাগারই তার জন্য উপযুক্ত জায়গা। কারণ উনি নিজেই চাইছেন গ্রেপ্তার হতে।
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। বিএনপি নেত্রী চাইছেন- উনাকে গ্রেপ্তার করলে জনরোষ থেকে হয়তো বাঁচা যাবে। পত্রিকার শিরোনাম হতে পারবেন।’
London Bangla A Force for the community…
