দেশের মানুষ পরিবর্তন চায় মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘মানুষ দুই দলকে ক্ষমতায় দেখতে চায় না। একদল মানুষ পুড়িয়ে
ক্ষমতায় যেতে চায়। আরেক দল ক্ষমতাকে ধরে রাখতে চায়। মানুষ এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় চায়।’
শনিবার দুপুরে নগরীর মুরাদপুরস্থ দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টির সরকারের ৯ বছর স্বর্ণযুগ ছিল মন্তব্য করে এরশাদ বলেন, ‘সে সময় মাত্র দুইজন লোক মারা গিয়েছিল, আমি ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম। আর এখন প্রতিদিন লোক মারা যাচ্ছে। কারো কোন মায়া-মমতা নেই।’
জণগণের স্বার্থে কেউ কাজ করছে না উল্লেখ করে তিনি বলেন, ‘ক্ষমতার দ্বন্ধে মানুষ মরছে, ব্যবসা-বাণিজ্য বন্ধ হচ্ছে, মানুষ অনাহারে থাকছে। কারও মনে শান্তি নেই, স্বস্তি নেই।’
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে এরশাদ বলেন, ‘নিরপরাধ হয়েও তার প্রতিহিংসার শিকার হয়ে আমি জেলে গিয়েছি। আমার শিশু সন্তানকেও
জেলে নেয়া হয়েছিল। আর এখন তিনি রাজনীতির নামে জ্বালাও-পোড়াও করছেন।’
এরশাদ বলেন, ‘আমরা শান্তির রাজনীতি করি। আমরা পরিবর্তন চাই। কৃষকের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য আমরা আবার ক্ষমতায় যাবো। সুদিন আসবেই।’
দলের নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, ‘জিয়াউদ্দিন বাবলুকে মহাসচিব না করলে দলের কাজে গতি আসতো না। সকল ভেদাভেদ ভুলে দলের জন্য কাজ করুন।
আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে ভোটে জিতে আমরাই ক্ষমতায় যাবো।’
সমাবেশে আরও বক্তব্য দেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু ও মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মাহজাবীন মোরশেদ এমপি প্রমুখ।