বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনের ৮৬ নম্বর সড়কে অতিরিক্ত পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। একই সঙ্গে নেওয়া হয়েছে বাড়তি সতর্কাবস্থা।
৮৬ নম্বর সড়কের উত্তর ও দক্ষিণ পাশে শনিবার দুপুরের পর থেকে ব্যারিকেডের পাশাপাশি অতিরিক্ত পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সাধারণ দিনে সেখানে ব্যারিকেড থাকলেও পুলিশের উপস্থিতি তেমন লক্ষ্য করা যেত না।
চেয়ারপারসনের প্রধান ফটকের সামনে যথারীতি স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) সদস্যদের চেয়ার-টেবিল নিয়ে অবস্থান করতে দেখা গেছে।
সরেজমিন শনিবার দুপুরের দিকে ৮৬ নম্বর রোডে গিয়ে দেখা গেছে, স্থানীয় বাসিন্দাদের পরিচয় দিয়ে ওই সড়কে প্রবেশ করতে হচ্ছে। গণমাধ্যমকর্মীদেরও একই অবস্থা। তারা গাড়ি নিয়ে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে যেতে পারছেন না। বাধ্য হয়ে পায়ে হেঁটে তাদের সেখানে যেতে হচ্ছে।
বাড়তি নিরাপত্তা দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এটি নিয়মিত প্রক্রিয়ারই একটি অংশ। বাড়তি নিরাপত্তার বিষয়ে আপনারাই (গণমাধ্যমকর্মী) ভাল বলতে পারবেন।
এদিকে, বাদ আসর ভাষা শহীদদের স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে।