ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / মুষ্টিবদ্ধ বাকশালী গণতন্ত্র আর নয় : খালেদা জিয়া

মুষ্টিবদ্ধ বাকশালী গণতন্ত্র আর নয় : খালেদা জিয়া

ভোটের অধিকার চাই, বাক স্বাধীনতা চাই, বেঁচে থাকার গ্যারান্টি চাই এই মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, চারিদিকে একই ধ্বনি হবে এক হাতে মুষ্টিবদ্ধ করে রাখা বাকশালী গণতন্ত্র আর নয়।

শুক্রবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপলক্ষ্যে দেয়া বাণীতে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, নিরাপদে বেঁচে থাকার গ্যারান্টি আজ নেই। প্রতিনিয়ত এদেশের নিরপরাধ নাগরিকদের এখন হত্যার শিকার হতে হচ্ছে। কথায় কথায় গুলি চলছে। চোখের পানি ঝরছে হাজারো মা-বাবা, স্ত্রী, বোন ও সন্তানের। এমন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে উত্তরণের একটি উপায়, আবারো ৫২’র ভাষা আন্দোলনের সেই চেতনাকে বুকে ধারণ করে আত্মত্যাগের মন্ত্রে বলীয়ান হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে লড়াইয়ে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বায়ান্ন’র ২১ ফেব্রুয়ারীর সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বিএনপি চেয়ারপারসন বলেন, ২১শে ফেব্রুয়ারী আমাদের জাতীয় জীবনে এক তাৎপর্যময় দিন। মাতৃভাষা বাংলার অধিকার ও মর্যাদা রক্ষার জন্য সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জীবন বাজি রেখে রাজপথে নেমে এসে পুলিশের গুলিতে আত্মদান করে। তাদের এই মহিমান্বিত আত্মত্যাগের বিনিময়ে রচিত হয়েছে আমাদের জাতীয় মুক্তি আন্দোলনের প্রথম সোপান। বায়ান্ন সালের ২১শে’র পথ ধরেই এদেশের সকল গণতান্ত্রিক এবং স্বাধীকারের সংগ্রাম সম্প্রসারিত হয়েছে, অর্জিত হয়েছে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা।
তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠের ভাষা বাংলাকে অন্যতম অন্যতম রাষ্ট্রভাষার সরকারী স্বীকৃতি না দিয়ে তৎকালীন শাসকগোষ্ঠী ষড়যন্ত্রমূলকভাবে এদেশের উপর নিজেদের সাংস্কৃতিক আধিপত্য বজায় রাখতে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল-এদেশকে স্থায়ীভাবে পরাধীন রাখার জন্য। কিন্তু ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তা প্রতিরোধ করে।
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ছাত্র-জনতার সেই আত্মত্যাগের ধারাবাহিকতায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পেয়েছি স্বাধীন এ দেশ। স্বাধীনতার মূল স্বপ্নই ছিল গণতান্ত্রিক বাংলাদেশ। কিন্তু সেই স্বপ্ন আজ কেড়ে নিয়েছে জবরদখলকারী বর্তমান অবৈধ সরকার। গণতন্ত্রকে পায়ে ঠেলে জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়েছে তারা।
বেগম জিয়া বলেন, আমাদের ভাষা ও সংস্কৃতি এখনো বিজাতীয় আগ্রাসন থেকে মুক্ত হয়নি। নিজস্ব ভাষা ও দেশজ সংস্কৃতির উৎকর্ষ সাধন এবং সংস্কৃতির আগ্রাসন প্রতিরোধ করাও তাই এবারের ভাষা দিবসের অন্যতম অঙ্গিকার।
বিএনপি চেয়ারপারসন বলেন, ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করায় এই দিবসটিতে বিশ্বের বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের নিজস্ব মাতৃভাষার চর্চা ও বিকাশ ঘটাতে অদম্য প্রেরণা লাভ করবে। মহান ২১শে ফেব্রুয়ারী উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের আয়োজিত নানাবিধ কর্মসূচির সাফল্য কামনা করছি। আমি ৫২’র ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জানাচ্ছি সমবেদনা। পাশাপাশি ভাষা সৈনিকদের জানাই শ্রদ্ধা ও অভিনন্দন। তাদের সুখ, শান্তি ও দীর্ঘায়ূ কামনা করি।

2 comments

  1. পেলেন নয় ‘! পরিকল্পিতভাবে চাপিয়ে দেয়া হয়েছে !
    তারা জনগনকে এবং বিশ্বকে দেখাবে যে , আসামী পক্ষকে মামলায় সব সুযোগ সুবিধা দিয়েই আদালতের অধিকার দেয়া হয়েছে , সেই সাথে সরকার যে সুযোগ নিয়েছে তা হল – “বিচার মানি, কিন্তু তালগাছটি আমার ‘! ”
    সুতরাং যা করার করেন ,” রায় যেন ফাঁসিরই হয় ! ”
    সুতরাং “৭১ এর যারা তাদের ফাঁসি দাও , আর বাংলাদেশ প্রজন্মকে ক্রস ফায়ারে দাও !” – এই ডিজিটাল পরিকল্পনা যে ইনশাআল্লাহ বুমেরাং হয়ে ফিরে আসবে তাদেরই উপর – সে ভাবনাটা এখন করা প্রয়োজন !
    তা না হলে ৭৫ এর মতো আল্লাহর গজবে ওরা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ !

  2. পেলেন নয় ‘! পরিকল্পিতভাবে চাপিয়ে দেয়া হয়েছে !
    তারা জনগনকে এবং বিশ্বকে দেখাবে যে , আসামী পক্ষকে মামলায় সব সুযোগ সুবিধা দিয়েই আদালতের অধিকার দেয়া হয়েছে , সেই সাথে সরকার যে সুযোগ নিয়েছে তা হল – “বিচার মানি, কিন্তু তালগাছটি আমার ‘! ”
    সুতরাং যা করার করেন ,” রায় যেন ফাঁসিরই হয় ! ”
    সুতরাং “৭১ এর যারা তাদের ফাঁসি দাও , আর বাংলাদেশ প্রজন্মকে ক্রস ফায়ারে দাও !” – এই ডিজিটাল পরিকল্পনা যে ইনশাআল্লাহ বুমেরাং হয়ে ফিরে আসবে তাদেরই উপর – সে ভাবনাটা এখন করা প্রয়োজন !
    তা না হলে ৭৫ এর মতো আল্লাহর গজবে ওরা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ !