১৬ ফেব্রুয়ারি ২০১৫: আগামী তিন মাসের মধ্যে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিদ্যুৎ ও গ্যাস কোম্পানীগুলোর প্রস্তাব সঠিকভাবে যাচাইবাছাই করে সিদ্ধান্ত দিতে বিইআরসি’র আরও তিন মাস সময় লাগবে। সোমবার কমিশনের সদস্য ড. সেলিম মাহমুদ বলেন, গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিষয়ে কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমাদের কাছে সকল তথ্য এসে পৌছায়নি। এসব তথ্য পেলে সকল প্রস্তাব পর্যালোচনা এবং আমাদের কারিগরী মূল্যায়ন কমিটির সঙ্গে বৈঠক করে মূল্য বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। রাজনৈতিক অস্থিরতার কারণে সরকার পিছিয়ে গেছে কি-না জানতে চাইলে তিনি বলেন, বিইআরসির ওপর এমন কোন চাপ বা নির্দেশনা নেই। সার্বিক পরিস্থিতি চিন্তা করে মূল্য বৃদ্ধির ঘোষণা দেয়া হবে।
London Bangla A Force for the community…
