শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়ে মারাত্মক আহত করার পর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে তুলে নিয়ে ছাত্রশিবির দিনাজপুর চিড়িরবন্দর থানা সভাপতি মতিয়ার রহমানকে পুলিশ ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ করেছে ছাত্রশিবির।
রোববার গণমাধ্যমে পাঠানো ছাত্রশিবিরের সহকারী প্রচার সম্পাদক জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়।
বিবৃতিতে বলা হয়, শনিবার বিকেল সাড়ে ৫টায় রাণীবন্দর বাজার থেকে তার বড় ভাই ডা. খোদাবক্সকে গ্রেফতার করে পুলিশ। এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বাজারের বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ নির্বিচারে গুলি বর্ষণ করে। এতে মতিয়ার রহমান হাত ও পায়ে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তি করা হলে তার অবস্থার কিছুটা উন্নত হয়।
বিবৃতিতে আরো বলা হয়েছে, রাতে তাকে ঢাকায় স্থানান্তরের কথা বলে হাসপাতাল থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। সেখানে তাকে ঠান্ডা মাথায় গুলি চালিয়ে হত্যা করে ঢাকায় স্থানান্তর করে।