ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / এখনই মাঠে নামুন, নির্বাচনের জন্য প্রস্তুত হোন: এরশাদ

এখনই মাঠে নামুন, নির্বাচনের জন্য প্রস্তুত হোন: এরশাদ

এখনই মাঠে নেমে নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদ।

শনিবার রংপুর সার্কিট হাউসে বৃহত্তর রংপুরের পাঁচ জেলার জাপা সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে জরুরি বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
সরকার ও বিরোধী দলে থাকায় জাপার চেয়ারম্যান বলেন, ‘আপনারা এখন থেকে মাঠে নামুন, নির্বাচনের জন্য প্রস্তুত হন। যেসব জেলা, উপজেলা এবং ইউনিয়নে জাপার কমিটি হয়নি সেসব জায়গায় কাউন্সিলের মাধ্যমে তা করে ফেলুন।’
এ সময় তিনি বলেন, ‘ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। এছাড়া পুলিশ এখন গ্রেপ্তারের নামে সাধারণ মানুষকে হয়রারি ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে যা গ্রহণযোগ্য নয়।’
সাবেক এই স্বৈরশাসক বলেন, ‘একদল ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষ মারছে অন্য দল ক্ষমতায় যাবার জন্য মানুষ পুড়িয়ে মারছে। এভাবে চলতে থাকলে এদেশ তালেবান জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে।’
তিনি আরো বলেন, ‘মানুষ এখন বুঝতে পেরেছে জাতীয় পার্টির শাসনামল কত ভালো ছিল। তাই তারা আবার জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। আর সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।’
বৈঠকে নীলফামারী জেলা জাপার আহ্বায়ক শওকত চৌধুরী, রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব এসএম ইয়াছির, গাইবান্ধার সভাপতি আবদুর রশিদ সরকার, লালমনিরহাটের সদস্য সচিব মাহবুবুল আলম মিঠুসহ অন্য জেলার সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।