ডেস্ক রিপোর্টার : বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি ও এ্যাটকোর চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক আলী ফালুকে গ্রেফতার ও রিমান্ডে নিয়ে নির্যাতনের প্রতিবাদে ইউকে বাংলা প্রেসক্লাবের উদ্যোগে পূর্ব লন্ডনের মন্টিফিউরী সেন্টারে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সংগঠনের আহবায়ক ও চ্যানেল আই ইউরোপের ম্যানেজিং ডাইরেক্টর রেজা আহমদ ফয়সল চৌধুরী শুয়েবের সভাপতিত্বে ও সংবাদ পাঠক মনোয়ার মইনুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার ওলিউর রহমান, সাবেক সিভিক মেয়র আব্দুল আজিজ সদরদার, কাউন্সিলার ওহিদ আহমদ, সাপ্তাহিক লন্ডন বাংলা সম্পাদক কে এম আবু তাহের চৌধুরী, বাংলা মিরর সম্পাদক আব্দুল করিম গনি, এটিএন বাংলা ইউকের ম্যানেজিং ডাইরেক্টর সুফি মিয়া, সাবেক এমপি পদপ্রার্থী জাকির খান, জনপ্রিয় টিভি উপস্থাপক আব্দুল আওয়াল মামুন, এসএটিভির লন্ডন অফিসের প্রধান হেফাজুল করিম রাকিব, সাংবাদিক এনাম চৌধুরী, কবি শিহাবুজ্জামান কামাল, কমিউনিটি সংগঠক আব্দুল বাছিত বাদশা, টিভি প্রেজেন্টার সিরাজুল বাসিত চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা এনটিভি চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালুকে গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানিয়ে অভিল“ে মুক্তি দাবী করেছেন। বক্তারা বাংলাদেশে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার স্বাধীনতা নিশ্চিতকরন, সাংবাদিকদের উপর দমন পীড়ন বন্ধ, সাগর-রুনী হত্যা কারীদের গ্রেফতার ও কঠোর শাস্তি দাবী করেন।
London Bangla A Force for the community…
