ব্রেকিং নিউজ
Home / ব্রিটেন সংবাদ / “মোসাদ্দেক আলী ফালুকে মুক্তি দিন”- ইউকে বাংলা প্রেসক্লাবের প্রতিবাদ সভা

“মোসাদ্দেক আলী ফালুকে মুক্তি দিন”- ইউকে বাংলা প্রেসক্লাবের প্রতিবাদ সভা

ডেস্ক রিপোর্টার : বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি ও এ্যাটকোর চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক আলী ফালুকে গ্রেফতার ও রিমান্ডে নিয়ে নির্যাতনের প্রতিবাদে ইউকে বাংলা প্রেসক্লাবের উদ্যোগে পূর্ব লন্ডনের মন্টিফিউরী সেন্টারে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সংগঠনের আহবায়ক ও চ্যানেল আই ইউরোপের ম্যানেজিং ডাইরেক্টর রেজা আহমদ ফয়সল চৌধুরী শুয়েবের সভাপতিত্বে ও সংবাদ পাঠক মনোয়ার মইনুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার ওলিউর রহমানসাবেক সিভিক মেয়র আব্দুল আজিজ সদরদারকাউন্সিলার ওহিদ আহমদসাপ্তাহিক লন্ডন বাংলা সম্পাদক কে এম আবু তাহের চৌধুরীবাংলা মিরর সম্পাদক আব্দুল করিম গনিএটিএন বাংলা ইউকের ম্যানেজিং ডাইরেক্টর সুফি মিয়াসাবেক এমপি পদপ্রার্থী জাকির খানজনপ্রিয় টিভি উপস্থাপক আব্দুল আওয়াল মামুনএসএটিভির লন্ডন অফিসের প্রধান হেফাজুল করিম রাকিবসাংবাদিক এনাম চৌধুরীকবি শিহাবুজ্জামান কামালকমিউনিটি সংগঠক আব্দুল বাছিত বাদশাটিভি প্রেজেন্টার সিরাজুল বাসিত চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা এনটিভি চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালুকে গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানিয়ে অভিলে মুক্তি দাবী করেছেন। বক্তারা বাংলাদেশে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার স্বাধীনতা নিশ্চিতকরনসাংবাদিকদের উপর দমন পীড়ন বন্ধসাগর-রুনী হত্যা কারীদের গ্রেফতার ও কঠোর শাস্তি দাবী করেন।