ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / খালেদার মনোবল অটুট : সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ

খালেদার মনোবল অটুট : সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ

বিশ দলীয় জোটের চলমান আন্দোলন কর্মসূচী চালিয়ে যেতে বেগম খালেদা জিয়ার মনোবল অটুট আছে বলে জানিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা শেষে কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এরআগে সন্ধ্যায় আব্দুর রউফ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি খালেদা জিয়ার সাথে দেখা করতে তার গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।

বিদ্যুৎ, ইন্টারনেট, টেলিফোন সংযোগ করার পর সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। উক্ত দুইজন ছাড়াও তাদের মধ্যে আরো ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়েল অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক ড. সুকোমল বড়–য়া, অধ্যাপক ড. সিরাজউদ্দিন, অধ্যাপক ড. মো: মোর্শেদ হাসান খান, ড. আব্দুল মান্নান। এ ছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কবি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ কার্যালয়ে যান।
পরে কার্যালয় থেকে সাংবাদিকদের আব্দুর রউফ বলেন, চলমান সঙ্কট নিরসনে ঐকমত্যের সরকারের প্রয়োজন রয়েছে। আলাপ-আলোচনা ব্যতীত জোর জবরদস্তি করে চলমান সঙ্কটের সমাধান হবে না। তাই, যারা মতায় রয়েছে এবং যারা মতার বাইরে আছে তাদের সবাইকে এ বিষয়ে চিন্তা করতে হবে।
বিচারপতি রউফ বলেন, পুত্রহারা শোকে কাতর বেগম খালেদা জিয়াকে সমবেদনা জানাতে এসেছিলাম। আমরা তাকে বলেছি এক ছেলে হারিয়ে ভেঙ্গে পড়লে চলবে না, আপনাকে কোটি ছেলের দায়িত্ব নিতে হবে।
তিনি আরো বলেন, চলমান আন্দোলন নিয়ে বেগম জিয়ার মনোবল অনেক শক্ত রয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।