প্রখ্যাত সাংবাদিক শফিক রেহমানের বাসায় বোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে তার ইস্কাটনের বাসায় পর পর তিনটি বোমা নিক্ষেপ করা হয়। বিকট শব্দে বোমাগুলো বিস্ফোরিত হয়। এই খবর জানিয়েছেন শফিক রেহমান সম্পাদিত মৌচাকের ঢিল পত্রিকার সাংবাদিক সজীব ওনাসিস।
এসময় শফিক রেহমান ও তার স্ত্রী তালেয়া রেহমান বাসায় ছিলেন না। অন্যত্র বেড়াতে গিয়েছিলেন।
সকালে দেখা যায় একটি বোমা অবিস্ফোরিত অবস্থায় রয়েছে।রমনা থানায় এ বিষয়ে অভিযোগ করা হলে পুলিশ এসে অবিস্ফোরিত বোমাটি উদ্ধার করে নিয়ে যায়।
এর আগেও শফিক রেহমানের বাসায় আক্রমণ ও বোমা হামলার ঘটনা ঘটেছে।
London Bangla A Force for the community…
