ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / সিরাজগঞ্জে বিএনপির উপর আ’লীগ পুলিশের হামলায় রণক্ষেত্র

সিরাজগঞ্জে বিএনপির উপর আ’লীগ পুলিশের হামলায় রণক্ষেত্র

সিরাজগঞ্জে বিএনপির মিছিলে হামলা চালাচ্ছে পুলিশ ও আওয়ামী লীগ। পুলিশ শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
সংঘর্ষ চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির কার্যালয় ভাঙচুর করেছে।
এ সময় ৫টি ককটেল বিস্ফোরণ ঘটেছে।
বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির পঞ্চম দিন শনিবার বেলা ১১টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বেলা পৌনে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে ধানবান্ধি মহল্লা থেকে অবরোধের সমর্থনে মিছিল বের বরে বিএনপি নেতাকর্মীরা।
মিছিল নিয়ে শহরে যাওয়ার পথে জেলা বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ তাদের বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে ৩০ রাউন্ড টিয়ার শেল, রাবার বুলেট ও শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।