ঢাকা: বিএনপি নেতারা গর্তে ঢুকে পড়েছেন বলে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আমরাও আন্দোলন করেছি। আন্দোলন করতে হলে ব্যারিকেড ভেঙেই আন্দোলন করতে হয়।’
সোমবার বিকেলে ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, ‘আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেত্রীর নিজেকেই মাঠে নামতে হয়। তার ডাকে তার নেতাকর্মীদের মাঠে নামতে দেখি না। খালেদা জিয়া আজ অসহায় হয়ে গেছেন। তাকে একাই মাঠে নামতে হয়।’
খালেদা জিয়ার বক্তব্যকে পরাজিত নেত্রীর আর্তনাদ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।
‘নিরাপত্তার অজুহাতে বন্দী করে রাখা হয়েছে’ খালেদা জিয়ার এমন অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘কেউ তাকে বাধা দেয়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি মনে করে তার নিরাপত্তার প্রয়োজন তারা তাকে নিরাপত্তা দিবে।’
বিএনপি ৫ জানুয়ারি গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল বলেই দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করছে মন্তব্য নাসিম বলেন, ‘এক বছর আগে যারা আমাদের কাছে পরাজিত হয়েছে তারা আজ আবার মাঠে নেমেছে।’
এ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভুইয়া ডাব্লিউ, তথ্য ও গবেষনা সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পডাদক মৃণাল কান্তি দাস প্রমুখ।
London Bangla A Force for the community…
