ব্রেকিং নিউজ
Home / বাংলাদেশ / ত্রিমুখী সংঘর্ষে আহত ১৫

ত্রিমুখী সংঘর্ষে আহত ১৫

ঝিনাইদহ: সদর ও শৈলকুপায় বিভিন্ন এলাকায় বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ, লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এ সময়  কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

সোমবার সকালে ও দুপুরে এ ঘটনা ঘটে।

সকালে শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে বিএনপি কর্মীরা একটি মিছিল বের করে। এ সময় পুলিশ  মিছিলে লাঠিচার্জ করে। পুলিশ ও বিএনপির কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আহত হয় ১০ জন।

এছাড়া সকাল ১১টার দিকে ঝিনাইদহ পৌর শহরের এইচএসএস সড়কে, পায়রা চত্বরে, হামদহ এলাকায় ও শেরে বাংলা সড়ক থেকে বিএনপির কর্মীরা মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। পুলিশের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকরা যোগ দিলে ত্রিমুখী ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আহত হয় আরো ৫ জন। আহতদের শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।