‘গণতন্ত্র হত্যা দিবস’র কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের বিভিন্ন গলির বাসাবাড়িতে অবস্থান নিতে শুরু করেছেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের মধ্যে বিএনপির হেভিওয়েট নেতারাও রয়েছেন।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত থেকেই কার্যালয়ের আশেপাশের বিভিন্ন বাসাবাড়িতে অবস্থান করছেন দলের কেন্দ্রীয় নেতাসহ কর্মী-সমর্থকরা। দুপুরের পর তারা মিছিল করার চেষ্টা করবেন।
বিএনপি সমর্থিত এ সূত্র আরো জানিয়েছেন, তারা একটি নির্দেশের অপেক্ষায় আছেন।
এদিকে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য সজাগ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা। তারা ইতোমধ্যে নয়াপল্টনের আশপাশের গলিতে অবস্থান নিচ্ছেন এবং বাসায় বাসায় তল্লাশি চালাচ্ছেন।
London Bangla A Force for the community…

B N P NATHG PATHE…
B N P NATHG PATHE…