ব্রেকিং নিউজ
Home / বাংলাদেশ / শিগগিরই জাপার মন্ত্রীদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত

শিগগিরই জাপার মন্ত্রীদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত

ঢাকা: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ‘মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির সদস্যদের ফিরিয়ে আনার ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে।’

সোমবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উল্লেখ্য প্রধানমন্ত্রীর বিশেষ দূতসহ জাতীয় পার্টির তিনজন সাংসদ বর্তমান সরকারের মন্ত্রিসভায় রয়েছেন।

সকাল ১১টায় শুরু হয় সংবাতদ সম্মেলন। শুরুতেই রওশন বলেন, ‘২০১৩ সালে হরতাল, অবরোধে জনজীবন বিচ্ছিন্ন হয়ে যায়। সহিংসতায় সারা দেশে চারশত মানুষ নিহত হয়েছে। তিন হাজারেরও বেশি মানুষ পেট্রোল বোমায় আহত হয়েছে। সে কী করুণ দৃশ্য, সেটা না দেখলে বোঝা যায় না। সে সময় দেশের হাজার হাজার টাকা ক্ষতি হয়েছে। তখন চিন্তা করলাম, নির্বাচন হলে শান্তি ফিরে আসবে। এভাবে চলতে থাকলে সেটা দেশের জন্য সুখকর নয়। সেজন্য নির্বাচনের চিন্তা করেছি। আলাপ আলোচনা করে নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি স্থির করলাম। নির্বাচনের পরেই দেশে শান্তি ফিরে এসেছে।’

তিনি আরো বলেন, ‘নির্বাচনের পরে দেশে জিডিপি বেড়েছে। দেশে শান্তি থাকলে জনগণ আশান্বিত হয়। প্রতিটি ক্ষেত্রে শান্তি বিরাজ করছে। জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। ধারাবাহিকভাবে আমরা প্রতিটি নির্বাচনে অংশ নিয়েছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, ফখরুল ইমাম, নুর-ই- হাসনা লিলি চৌধুরী, রওশনের রাজনৈতিক উপদেষ্টা গোলাম মসিহ।