ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে আরো ৬টি ট্রাক এনে রাখা হয়েছে। রোববার দিবাগত রাত ১২টার দিকে এসব ট্রাক আনা হয়।
ট্রাকগুলোর মধ্যে ২টি খালি, একটিতে খোয়া, একটিতে ইট এবং দুটিতে বালু ভর্তি।
এর মধ্যে একটি ট্রাকের চালক আলম জানান, বনানীর ২৩নং রোড থেকে তাদের আনা হয়েছে। কিন্তু কী কারণে এনে এখানে রাখা হয়েছে তা তাদের জানা নেই।
উল্লেখ্য, গতকাল শনিবার থেকেই খালেদা জিয়ার কার্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে জলকামান, বালুভর্তি ট্রাক এবং সিটি করপোরেশনের ময়লার গাড়ি রাখা হয়েছে। আর কার্যালয়ের মুখে পুলিশভ্যান রেখে পথ বন্ধ করে রাখা হয়েছে।
London Bangla A Force for the community…
