৫ জানুয়ারি আওয়ামী লীগ ও ২০ দলের সমাবেশকে কেন্দ্র করে পুলিশের জারি নিষেধাজ্ঞা ভঙ্গ করেছে শিবিরের ঢাকা মহানগরী উত্তর। ২০ দলের ব্যনারে তারা এ বিক্ষোভ করে।
রোববার বিকেল ৫টায় কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক রাকিব মাহমুদ সজলের নেতৃত্বে কুড়ির বিশ্বরোড এলাকায় একটি মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। তবে শিবিরের দাবি তাদের মিছিলে গুলি চালায় পুলিশ।
পুলিশের গুলি ও টিয়ারসেলে অন্তত ১০ শিবিরকর্মী আহত হয় বলেও তারা দাবি করে। এসময় পুলিশের উপরও ইটপাটকেল নিক্ষেপ করে শিবিরের নেতাকর্মীরা।
মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর সভাপতি আনিসুর রহমান বিশ্বাস, সেক্রেটারি তারিক হাসান, দপ্তর সম্পাদক জামিল মাহমুদ প্রমুখ।
London Bangla A Force for the community…
