জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতা দখলের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আ স ম আব্দুর রব এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, স্বাধীনতার পর কয়েকবার নির্বাচিত সরকার গঠিত হলেও জনগণের ক্ষমতায়ন ও সুশাসনভিত্তিক গণতন্ত্র কায়েম হয়নি। বহু আন্দোলন-সংগ্রামের পর অর্জিত ভোটাধিকার বর্তমান সরকার কেবল হরণই করেনি, তারা জনগণের মানবাধিকার, নাগরিক অধিকার, সভা-সমাবেশ, মিছিল-মিটিং করার অধিকারও কেড়ে নিয়েছে।
তিনি আরো বলেন, কেউ যাতে মিছিল-সমাবেশ করতে না পারে তার জন্য বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দকে গ্রেফতার ও বিরোধী দলের শীর্ষ নেতৃত্বকে অবরুদ্ধ করে রাখার নীতি গ্রহণ করেছে, যা মানুষের মৌলিক ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী।
আ স ম আব্দুর রব বর্তমান এই অবৈধ সরকারের অগণতান্ত্রিক স্বৈরাচারী অবস্থা থেকে মুক্তির জন্য তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার উদ্যোগে এগিয়ে আসার জন্য সকল গণতন্ত্রমনা প্রগতিশীল দলের প্রতি আহবান জানিয়েছেন।