ব্রেকিং নিউজ
Home / খেলাধুলা / রোনালদোর হ্যাঁ, মেসির না

রোনালদোর হ্যাঁ, মেসির না

ক্রিস্টিয়ানো রোনালদো নতুন ক্লাবের প্রস্তাবে প্রাথমিক ভাবে রাজি। কিন্তু লিওনেল মেসি একেবারেই রাজি নন।
নতুন বছর শুরু হতে না হতেই ফুটবলবিশ্বের দুই মহাতারকার ক্লাব বদল নিয়ে তুমুল আলোচনা ইউরোপে।
মেসিকে দলে ভেড়াতে ঝাঁপিয়েছে চেলসি, ম্যানচেস্টার সিটির মতো প্রিমিয়ার লিগের হেভিওয়েট ক্লাবরা। গত বছরের শেষের দিকে ফুটবলবিশ্বকে ধন্ধে ফেলে মেসি বলেছিলেন, ‘ফুটবলে কখন কী ঘটবে কিছুই বলা যায় না।’ যার পরেই চেলসি ও প্যারিস সাঁ জাঁর মতো বিশ্বের ধনী ক্লাবগুলো দিয়েছিল রেকর্ড ২০০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব।
কিন্তু নতুন বছরের শুরুতেই বার্সেলোনা সমর্থকদের স্বস্তি দিয়ে ‘এলএম টেন’ তার সতীর্থদের জানিয়েছেন বার্সা ছেড়ে যাচ্ছেন না তিনি। এক ক্লাব সূত্রের মতে, মেসি নাকি ক্লাবের কর্মকর্তাদের আশ্বস্ত করেছেন, ক্লাব ছেড়ে যাওয়ার কোনও পরিকল্পনা নেই তার। বার্সায় থেকেই অবসর নিতে চান এলএম টেন। নতুন চুক্তিতেও সই করতে রাজি আছেন।
তবে বার্সা সমর্থকদের খুশির বার্তা হলেও, লা লিগা শুরু হওয়ার আগে মাদ্রিদ সমর্থকরা একটু হলেও চিন্তিত থাকবেন। চিন্তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তাদের দলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। শোনা যাচ্ছে, ম্যানচেস্টার ইউনাইটেড এখনও আশা ছাড়েনি রোনালদোকে ওল্ড ট্র্যাফোর্ডে ফেরানোর ব্যাপারে।
ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, স্বপ্নের প্রত্যাবর্তনে রোনালদোর এজেন্টের সঙ্গে প্রাথমিক কথাবার্তা শুরু করেছে ম্যান ইউ। এমনকী ৮০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাবে নাকি রাজি পর্তুগিজ মহাতারকা।
যদি রোনালদোকে আবার প্রিমিয়ার লিগে আনতে হয় তা হলে ম্যান ইউকে অপেক্ষা করতে হবে জুন পর্যন্ত। বর্তমানে এই জটিল ট্রান্সফার হওয়া অসম্ভব। ম্যান ইউর নজরে শুধু রোনালদোই নন। রয়েছেন গ্যারেথ বেলও। রোনালদোকে নিতান্তই না সই করাতে পারলে তার সতীর্থকে আবার প্রিমিয়ার লিগে ফেরাতে চান লুই ফান গল। যার দর ১২০ মিলিয়ন পাউন্ড।