ঢাকা: পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) একে এম শহীদুল হককে মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ নিয়োগ পেয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) মহাপরিচালক হিসেবে।
সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপণ জারি করা হয়েছে।
আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও র্যাব ডিজি মোখলেছুর রহমান অবসরে চলে যাওয়ায় যে শূন্যতার সৃষ্টি হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই নিয়োগ দেয়া হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বুধবার তারা দু’জনই অবসরকালিন ছুটিতে যাচ্ছেন।
অন্যদিকে ডিএমপি কমিশনার হিসেবে বর্তমান ডিআইজি (হাইওয়ে) আসাদুজ্জামানকে দায়িত্ব দেয়া হয়েছে। অন্যদিকে অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) পদে দেয়া হয়েছে সিআইডির মহাপরিচালক মোখলেছুর রহমানকে।
London Bangla A Force for the community…
