রাজধানীর মালিবাগে জামায়াতের মিছিলে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীরা হামলা চালিয়েছে বলে দাবি করেছে রমনা থানা জামায়াত। এসময় পুলিশের গুলিতে ৫ জামায়াত কর্মীসহ ১৫ পথচারী আহত হয় বলে দাবি করেছে দলটি।
গাজীপুরে ২০ দলীয় জোটের সমাবেশে পরিকল্পিতভাবে ১৪৪ ধারা জারির প্রতিবাদে ও শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যার সর্বাত্মক হরতালের সমর্থনে সকাল পৌণে আটটায় রাজধানীর মালিবাগে মিছিল ও পিকেটিং করে রমনা থানা জামায়াত।
জামায়াতের দাবি, মিছিলটি মালিবাগ রেলগেট থেকে শুরু হয়ে চৌধুরীপাড়া পৌঁছলে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীরা যৌথভাবে অতর্কিত হামলা চালায়। এসময় পুলিশের গুলিতে ৫ জামায়াত কর্মীসহ ১৫ পথচারী আহত হন। এক পর্যায়ে জনতার প্রতিরোধে আওয়ামী লীগের কর্মীরা পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে ৪ পথচারীকে আটক করে।
মিছিলে উপস্থিত ছিলেন রমনা থানা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য ইউসূফ আলী মোল্লা, আতাউর রহমান সরকার, আব্দুল কাইয়ুম, শিবির নেতা শরিফুল ইসলাম, আশ্রাফ উদ্দিন, মুরাদ হোসেন প্রমুখ।