ঢাকা: শাহজাহানপুরে পাইপের ভেতর থেকে মৃত শিশু জিয়াদকে উদ্ধার করা হয়েছে। বেলা ৩টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। দীর্ঘ প্রায় ২৪ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানের পর শিশুটি উদ্ধার করা সম্ভব হলো।
সরকারিভাবে উদ্ধার অভিযান সমাপ্ত করার ঠিক ১৫ মিনিটের মাথায় শিশুটি উদ্ধার হলো। শনিবার বেলা ২টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক উদ্ধার অভিযান স্থগিত করার ঘোষণা দেন।
মাসুদুল নামের এক যুবক রশিতে কাঁটা বেঁধে সেই কাঁটা পাইপের মধ্যে ফেলে জিহাদকে শনিবার দুপুর পৌনে ৩টার দিকে তুলে আনেন। হাসপাতালে নেয়ার পর শিশু জিয়াদকে মৃত ঘোষণা করেছে চিকিৎসকরা । ডাক্তার রিয়াজ মোর্শেদ এটি নিশ্চিত করেছেন ।
এর আগে শনিবার দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে। ফায়ার সার্ভিসের ডিজি আলী আহমেদ খান বলেন, ‘পাইপের ভেতরে শিশু জিহাদের অস্তিত্ব মেলেনি।’
তবে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান বন্ধ ঘোষণার পরপরই স্থানীয়রা চেষ্টা চালিয়ে জিহাদকে পাইপের ভেতর থেকে তুলে আনেন।