ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / গাজীপুরে ১৪৪ ধারা

গাজীপুরে ১৪৪ ধারা

গাজীপুর: গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে বিএনপি এবং ছাত্রলীগের পাল্টা-পাল্টি সমাবেশকে ঘিরে গাজীপুরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামাল ১৪৪ ধারা জারির নির্দেশ দেন। তিনি বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন।

গাজীপুরে যেখানে সমাবেশের চেষ্টা করা হবে সেখানেই এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

নিষেধাজ্ঞা জারির পর পুলিশ সুপার হারুনুর রশিদ সমাবেশস্থল বদরে আলম কলেজ পরিদর্শন করেছেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘সমাবেশের ব্যাপারে বিএনপি এবং ছাত্রলীগ কোনো সমঝোতায় পৌঁছতে না পারায় জানমালের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় ভাওয়াল বদলে আলম কলেজ মাঠে কোনো সমাবেশ করতে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।’

এদিকে শুক্রবার সকাল থেকেই বদলে আলম কলেজ মাঠসহ জেলার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

১৪৪ জারির আগে ছাত্রলীগ কলেজ মাঠে তাদের সমাবেশের পক্ষে মিছিল করে।

এর আগে পুলিশ প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে শুক্রবার সকাল সোয়া ১০টায় ১৪৪ জারি হবে বলে বাংলামেইলকে নিশ্চিত করেছিলেন।

উল্লেখ্য, আগামীকাল ২৭ ডিসেম্বর শনিবার বিকেলে বদরে আলম কলেজ মাঠে সমাবেশ ডেকেছিল বিএনপি। এ সমাবেশ প্রতিহত করতে একই স্থানে পাল্টা সমাবেশের ডাক দেয় ছাত্রলীগ।