জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্তে বিএসএফের গুলিতে মশিয়ার রহমান (৩৬) নামে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন।
নিহত মশিয়ার রহমান হরিহরনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে সীমান্তের ৬৪ মেইন পিলারের বাংলাদেশ অংশে ঘাস কাটার সময় তাকে গুলি করে হত্যা করে বিএসএফ ১৭৩ ব্যাটালিয়ন পুটিখালি ক্যাম্প সদস্যরা।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক এস এম মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘মশিয়ার রহমান নামে এক বাংলাদেশি বিএসএফের গুলিতে মারা গেছেন। তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানিয়েছে বিজিবির মেদেনিপুর ক্যাম্প। নিহত বাংলাদেশি কৃষকের লাশ তার পরিবারের সদস্যরা নিয়ে এসেছে।’
London Bangla A Force for the community…
