ব্যবসায়ী মুসা বিন সমশেরের দুর্নীতির খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এইসব দুর্নীতি আমলে নেয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু।
সুইস ব্যাংকে ৭০০ কোটি ডলার আটকে আছে ব্যবসায় মুসা বিন সমশেরের। এনিয়ে সুইস আদালতে একটি মামলাও চালাচ্ছেন তিনি। ৫১ হাজার কোটি টাকার সমপরিমাণ এই অর্থ দেশে ফিরিয়ে আনার আহবান জানিয়েছেন মুসা। দুর্নীতি দমন কমিশনে বক্তব্য তুলে ধরার পর সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন, এই টাকা অর্জনে কোনো রকম দুর্নীতি হয়নি।
তবে দুদক বলছে, এই টাকা বৈধ উপায়ে অর্জিত নয়। বিষয়টি মুসা তাদের কাছে স্বীকার করেছে বলে দাবী দুদক কমিশনারের।
এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য উপাত্ত সংগ্রহ করে তা আমলে নেয়া হবে বলে জানিয়েছে কমিশন।
London Bangla A Force for the community…

Sarkarer to r kono bal falaner kaj ni, ekhon musar Donar posam kamaner baki ache
Sarkarer to r kono bal falaner kaj ni, ekhon musar Donar posam kamaner baki ache