খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে মানসিক অসুস্থ ও পাগল বলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
বুধবার সকাল ১০টার দিকে ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট আনোয়ার ছাদাতের আদালতে হাজিরা দেন তিনি।
এসময় তার আইনজীবী সানাউল্লাহ মিয়া ফৌজদারি ২৪৭ ধারায় মির্জা ফখরুলকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন। পরপর পাঁচ তারিখ বাদী আদালতে উপস্থিত না হওয়ায় মামলা থেকে ফখরুলকে অব্যাহতি চাওয়া হয়।
শুনানি শেষে বেলা ১১টার দিকে আদালত মামলাটি খারিজ করে দেন।
২০১০ সালের গত ১৪ জুলাই জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল তৎকালীন আইন প্রতিমন্ত্রী ও বর্তমান খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে মানসিকভাবে অসুস্থ ও পাগল বলেন।
এ ঘটনায় ওই সালের ১৮ জুলাই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবদুল মালেক ওরফে মশিউর মালেক মির্জা ফখরুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন।