পাকিস্তানের পেশোয়োরের একটি স্কুলে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে জিম্মি করেছে তালেবান বন্দুকধারীরা। জিম্মিদের মধ্যে স্কুলটির শিক্ষকও রয়েছেন। বন্দুকধারীদের গুলিতে ১৭ শিক্ষার্থী এক সেনাসহ অন্তত ২১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো অন্তত ৪৫ জন। জিম্মিদের উদ্ধারে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। খবর ডন ও এক্সপ্রেস ট্রিবিউনের।
পেশোয়ারের ওয়ারসাক এলাকায় সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে এ ঘটনার শুরু। বন্দুকধারীরা পাকিস্তান তালেবানের সদস্য বলে জানা গেছে। পাকিস্তান তালেবানের এক মুখপাত্র বন্দুকধারীদের নির্দেশ দিয়েছেন, স্কুলের সিনিয়র ছাত্রদের গুলি করে ফেলার জন্য। শিক্ষার্থীদের বয়স ৯ থেকে ১৪ বছরের মধ্যে বলে জানা গেছে।
পুলিশ ও নিরাপত্তা বাহিনী স্কুলটিকে ঘিরে রেখেছে। স্কুলের ভিতর থেকে গুলির শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছেন রয়টার্সের এক সাংবাদিক। স্কুলটির ভিতর অন্তত ৫ অথবা ৬ জন বন্দুকধারী ঢুকেছে বলে জানা গেছে। নিহত একজনের শরীরে সেনাবাহিনীর পোশাক পাওয়া গেছে।
London Bangla A Force for the community…
