ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / সাহস থাকে রাজপথে মোকাবেলা করুন : খালেদা জিয়া

সাহস থাকে রাজপথে মোকাবেলা করুন : খালেদা জিয়া

khaleda ziaআর বাড়িতে আটকে রাখার চেষ্টা করবেন না। সাহস থাকলে রাজপথে মোকাবেলা করুন। সরকারের উদ্দেশ্যে এমন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, আর চোখের পানি মোছার দিন নেই। এখন শীত গরম সব উপেক্ষা করে রাজপথে নেমে আসতে হবে।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বালুর মাঠে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিচারকদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বিচারকরা ১৫ টি মামলায় হাসিনাকে খালাস দিয়েছে। দেশের বিচার ব্যবস্থা কোন পর্যায়ে গেছে। বিচারকরা আওয়ামী লীগ দেখলেই খালাস দেয় আর আর বিএনপি জামায়াত হলেই বলেন, জেলে পুরো।

বিডিআর হত্যার দায়সহ সকল হত্যার জবাব হাসিনাকে দিতে হবে বলে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে দেশকে খোকলা করে ছাড়বে।

খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এই বোঝা সরাতে হবে। এই অত্যাচারী সরকারকে ক্ষমতা থেকে সরাতে পারলের দেশে শান্তি আসবে।

এসময় খালেদা জিয়া অভিযোগ করেন, ভালো ভালো অফিসারকে চাকরি থেকে বের করে দেয়া হয়েছে। কয়েকদিন আগে একজন অফিসারকে মিথ্যা অভিযোগে চাকরি থেকে বের করে দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, দেশের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে। সিভিল প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে।