বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগের দ্বারা মানুষ গুম, খুন হচ্ছে। আওয়ামী লীগ দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে ২০ দল আয়োজিত সমাবেশে এ কথা বলেন বেগম জিয়া। বিকেল ৪টার দিকে বক্তব্য শুরু করেন তিনি।
এরআগে নিবার দুপুর ২টা ২০ মিনিটে গুলশান থেকে রওনা দিয়ে বিকেল ৩টা ৩৭ মিনিটে কাঁচপুরের জনসভাস্থলে পৌঁছান তিনি। চেয়ারপারসনের আগমনে লাখো নেতাকর্মী শ্লোগান ও করতালি দিয়ে মুখরিত করে তোলে কাঁচপুরের বালুর মাঠ এলাকা। সভামঞ্চে উঠে চেয়ারপারসন উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার কথা রয়েছে খালেদা জিয়ার।
শনিবার পৌনে ১টায় শুরু হওয়া সমাবেশে সভাপতিত্ব করছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।
ইতোমধ্যে বক্তব্য রেখেছেন- জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, এলডিপি সভাপতি অলি আহমেদ, বিজেপি সভাপতি আন্দালিব রহমান পার্থ, খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামান হায়দার, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানী, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তজা, ইসলামী পার্টির চেয়ারম্যান আবদুল মোবিন, এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, মুসলিম লীগ সভাপতি এএইচএম কামরুজ্জামান খান, বিএল সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মনি, জমিয়তে উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব মহিউদ্দীন ইকরাম, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, পিপলস লীগ সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব হোসেন প্রমুখ।
সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, অর্থ সম্পাদক আবদুস সালাম, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মহিলাদলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান প্রমুখ।
এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির, রূপগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হুমায়ুন, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, জেলা ছাত্রদলের আহ্বায়ক রাজিব, সোনারগাঁও থানা বিএনপির সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক আযহারুল হক মান্না প্রমুখ বক্তব্য রাখেন।