ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / লন্ডনের আকাশে বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞা

লন্ডনের আকাশে বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞা

এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারের কম্পিউটার সেন্টারে বড় ধরনের সমস্যা দেখা দেয়ায় লন্ডনের আকাশপথে বিমান উড্ডয়নের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এর ফলে হিথ্রো এবং গ্যাটউইকসহ লন্ডimageনের বিমান বন্দরগুলোতে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে।
ইউরোপের এয়ার সেফটি রেগুলেটর ‘ইউরোকন্ট্রোল’ গ্রীনিচ মান সময় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত লন্ডনের আকাশে বিমান চলাচলের ওপর বিধিনিষেধ জারি করেছে।
‘ইউরোকন্ট্রোল’ জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের কম্পিউটার সিস্টেমের এক ত্রুটির কারণে এই বিধিনিষেধ জারি করা হয়েছে।

এর ফলে ইউরোপের ব্যস্ততম এয়ারপোর্ট হিথ্রোতে বিমান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সেখান থেকে কোনো ফ্লাইট উড়ছে না, কোনো ফ্লাইট অবতরণও করছে না।
অন্যদিকে, আরেকটি বড় এয়ারপোর্ট গ্যাটউইকে কিছু ফ্লাইট অবতরণ করলেও কোনো ফ্লাইট সেখান থেকে ছাড়ছে না।
উত্তর ইংল্যান্ডের ম্যানচেস্টার এয়ারপোর্ট জানিয়েছে, লন্ডন থেকে ফিরিয়ে দেয়া ফ্লাইটগুলো যেন সেখানে অবতরণ করতে পারে, সেজন্যে তারা প্রস্তুতি নিয়ে রাখছেন।
কর্মকর্তারা জানাচ্ছেন, দক্ষিণ ইংল্যান্ডের এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। কিন্তু কিভাবে এই সমস্যা তৈরি হলো, তার বিস্তারিত এখনো জানা যাচ্ছে না।