১৬ নভেম্বর, ২০১৪: জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। চট্টগ্রামে তৃতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ জিতেছে ১৮৬ রানে। ফলে সিরিজটিতে বাংলাদেশ জয়ী হলো ৩-০-এ।
আজ রোববার ম্যাচের পঞ্চম ও শেষ দিনে জিম্বাবুয়ে তাদের দ্বিতীয় ইনিংসে ২৬২ রানে অল আউট হয়ে যায়। জিম্বাবুয়ে আজ শুরু করেছিল ১ উইকেটে ৭১ রান নিয়ে। সিকান্দার রাজা ৪৩ ও হ্যামিল্টন মাসাকাদজা ২৬ রান নিয়ে ব্যাট শুরু করেছিলেন।
দিনের ৭ম ওভারে মাসাকাদজাকে বিদায় করে জয়ের সুবাতাস বইয়ে দেন শুভগত হোম। হোম এরপর আরেক গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান সিকান্দারকে আউট করেন। এখানেই কার্যত জিম্বাবুয়ের প্রতিরোধ গুঁড়িয়ে যায়। চাকাভা শেষ পর্যন্ত অপরাজিত থেকে লড়াই করার চেষ্টা করেছিলেন। কিন্তু অপর প্রান্ত থেকে তাকে সঙ্গ দেয়ার মতো কেউ ছিলেন না। চাকাভা ৮৯ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশ দলের হয়ে সাইফুল ইসলাম, রুবেল হোসেন, জুবায়ের হোসেন ও শুভগত হোম দুটি করে উইকেট পান।
দুই দলের স্কোর
বাংলাদেশ ৫০৩ ও ৩১৯/৩ (ঘোষণা)
জিম্বাবুয়ে ৩৭৪ ও ২৬২।
ম্যান অব দি ম্যাচ : মুমিনুল হক
ম্যান অব দি সিরিজ : সাকিব আল হাসান।
London Bangla A Force for the community…
