ব্রেকিং নিউজ
Home / বিনোদন / আজ মান্না দের প্রথম মৃত্যুবার্ষিকী

আজ মান্না দের প্রথম মৃত্যুবার্ষিকী

manna_dey২৪ অক্টোবর ২০১৪: আজ মান্না দের প্রথম মৃত্যুবার্ষিকী। কলকাতার কফি হাউসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল উপমহাদেশের কিংবদন্তি সংগীত শিল্পীর প্রথম মৃত্যুবার্ষিকী। গতবছর ২৪শে অক্টোবর মান্না দে ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। শুক্রবার সকালে কফি হাউসে ভক্তরা শিল্পী মান্না দের প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে তাকে স্মরণ করেন।

বাঙালী মনের মণিকোঠায় লুকিয়ে আছে অমরশিল্পী মান্না দের কফি হাউস গানটি। তাই তার ভক্তরা শুক্রবার সকালে কফি হাউসের টেবিলে আড্ডা বসিয়ে কিংবদন্তি শিল্পীকে স্মরণ করেছেন।

কফি হাউসের সেক্রেটারি বলেন, যতদিন আমরা বেঁচে আছি ততদিন কফি হাউসে মান্না দের মৃত্যুদিন পালন করব। তার মৃত্যুদিনে আমরা কফি হাউস বন্ধ রেখেছিলাম। মান্না দে ৩০ বছর আগে কফি হাউস নিয়ে গান গেয়েছিলেন। পরবর্তীকালে তাকে বেশ কয়েকবার আমরা কফি হাউসে এনেছি।

এদিকে কলকাতার অদূরে দমদমের আমরা সবাই ক্লাব পুলক বন্দ্যোপাধ্যায় রচিত মান্না দের কালজয়ী গান কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই কেন্দ্র করে কালী পূজোর থিম তৈরি করেছে। মণ্ডপের সব কিছুতেই রয়েছে সুরসম্রাটের অমর সৃষ্টির ছোঁয়া। কফি হাউসে ব্যবহৃত বিভিন্ন জিনিস দিয়ে তৈরি হয়েছে পূজামণ্ডপ।