২০ অক্টোবর ২০১৪: প্রাণঘাতি ইবোলা ভাইরাস শনাক্ত করতে বিমানবন্দরসহ বাংলাদেশের সব স্থলবন্দর, সমুদ্রবন্দর এবং সীমান্তে ইবোলা ভাইরাস শনাক্তকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।আজ সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে ইবোলা আক্রান্ত দেশগুলোতে মানবিক সহায়তা প্রদানেরও আদেশ দিয়েছেন আদালত।
১৬ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী ড: ইউনূস আলী আকন্দ ইবোলা ভাইরাস শনাক্তকরণে নির্দেশনা চেয়ে একটি রিট দায়ের করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দিয়েছেন।