১৯ অক্টোবর ২০১৪: সৌদি আরব সরকার আগামি বছর থেকে ১০ বছরের কম বয়সী শিশুদের হজে অংশ নিতে না দেয়ার জন্যে একটি বিধি করতে যাচ্ছে।
দেশটির হজ মন্ত্রণালয়ের এক বৈঠকে আলোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এখনো এ সিদ্ধান্ত চূড়ান্তভাবে গ্রহণ করা হয়নি।
তাপমাত্রা বৃদ্ধি ও হজে আগের চেয়ে অনেক বেশি হাজিদের আগমন হওয়ায় তা শিশুদের জন্যে হজে অংশ নেয়া বিপদজনক হয়ে উঠেছে। এছাড়া সংক্রামক ব্যধিতে শিশুরা খুব সহজে আক্রান্ত হয়ে পড়ে বিধায় ১০ বছরের কম বয়সী শিশুদের হজে অংশ না নেয়াই ভাল বলে মনে করছেন সৌদি আরবের হজ কর্মকর্তারা।
সৌদি আরবের হজ মন্ত্রণালয় বলছে এবার হজে অংশ নেয়া শিশুর সংখ্যা কমপক্ষে ৭ হাজার ছিল। এদের মধ্যে অনেক শিশু অত্যধিক তাপমাত্রা ও ভীড় সামলাতে না পেরে অসুস্থ হয়ে পড়ে। শুধু ভারত থেকেই ১৪৪ জন শিশু যাদের বয়স ১০ বছরের কম তারা তাদের অভিভাবকদের সঙ্গে এবার হজে অংশ নেয়। এছাড়া তাদের সঙ্গে ৫২ জন কোলের শিশু ছিল। এর আগে ভারত থেকে শিশুদের হজ ভিসার কোনো প্রয়োজন হত না। কিন্তু এখন থেকে তাদের জন্যে ভিসা প্রয়োজন হবে।
সূত্র: আরব নিউজ
London Bangla A Force for the community…
